Bengali News Today: আজকের বাংলা খবর (27-03-25) | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ
আজকের বাংলা খবর (27-03-25) | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ
এবিপি পত্রিকা (27-03-25) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আজকের খবর, ২৪ ঘন্টা আজকের খবর, বাংলা খবর ২৪ঘন্টা, আজকের তাজা খবর, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দিঘা-জেলার খবর, কলকাতার খবর- পশ্চিমবঙ্গের খবর (West Bengal News), বাংলা খবর (Bangla News), রাজ্যের লেটেস্ট নিউজ (Latest Bengali News), রাজ্য রাজনীতিতে কী চলছে? মমতা-অভিষেকের সঙ্গে শুভেন্দুর আকচাআকচি, আবহাওয়ার প্রত্যেক দিনের খবর অথবা কলকাতার ট্রাফিক আপডেট (Kolkata Traffic Update), নিয়োগ দুর্নীতির খবর (Recruitment Scams) পড়ুন এই সময় ডিজিটালে। কোন মামলার শুনানি চলছে হাইকোর্টে (Calcutta High Court), ঘটনা-দুর্ঘটনা ছাড়াও অনেক কিছু, আপনার নিজের শহরের খবর, আপনার নিজের ব্লকের খবর, আপনার সমস্যার খবর, মন ভালো করা ‘ভালো খবর’, অফিস পৌঁছনোর বাস-ট্রেনের খবর থেকে ফেরির খবর, নেতা-মন্ত্রীর হাঁড়ির খবর জানতে পারবেন এই সময় ডিজিটালে।
ভুয়ো IT অভিযানে লুট, গ্রেফতার ৫ CISF-সহ ৮
রাজ্য়ে আয়কর অভিযানের নামে লক্ষ লক্ষ টাকা ও সোনা লুটের অভিযোগে ৫ CISF কর্মী-সহ গ্রেফতার হলেন ৮ জন। এরমধ্যে ফারাক্কা থেকে সিআইএসএফের সিনিয়র ইন্সপেক্টর অমিত কুমার সিংকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে লক্ষ্মী কুমারী চৌধুরী নামে এক মহিলা কনস্টেবলও রয়েছেন। তিনি চার মাস আগে আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। IT অফিসার সেজে ডাকাতির নেপথ্যে বড় কোনও চক্র আছে বলে মনে করছে পুলিশ।
মহাপতন সুইগি-জ্যোমাটোতে
অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো এবং সুইগির শেয়ারে মহাপতন। ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা থেকে ৪৬ শতাংশ নেমে গিয়েছে স্টকের দর। ১৬ হাজার কোটি টাকা বাজারি মূলধন হারিয়েছে এই দুই সংস্থা। তবে এখনও এই দুই সংস্থার শেয়ারকে ‘বাই’ বা কেনার শ্রেণিতে রেখেছেন আর্থিক বিশ্লেষকেরা। ২৬ মার্চ, দিন শেষে ২০৪ টাকায় নেমে যায় জোম্যাটোর শেয়ার। এতে ২.৫৫ শতাংশের পতন দেখা গিয়েছে। অন্যদিকে সুইগির স্টকের দর কমেছে ৩.৮৭ শতাংশ।
ফের বিতর্কে দিলীপ
ফের বিতর্কে দিলীপ ঘোষ। গাংনাপুরে চা চক্রে তিনি বললেন, ভোট এসে গিয়েছে। কেউ কেউ ফুরফুরা শরিফে ধরনা দিচ্ছে। উনি দেখাচ্ছেন জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছেন। জগন্নাথ কি বলেছে আমার মন্দির তৈরি করে দাও! গোরু মেরে জুতো দান হচ্ছে? তাই এই যারা ভেকধারী, কেউ পুতনা, কেউ হিড়িম্বা এদের চিনতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিকই চিনেছিলেন। ছাড়েনি পুতনাকে। উনি বুঝেছিলেন কে পুতনা, তিনি তাঁর প্রাণ নিয়ে নিয়েছিলেন।
চিনকে জবাব দিতে ভারতে তেজস মার্ক-১এ
চিনের চোখে চোখ রেখে জবাব দিতে তৈরি হচ্ছে ভারত। আত্মনির্ভর ভারতের প্রকল্পে দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতিমতো আমেরিকা থেকে এল F৪০৪ IN২০ ইঞ্জিন। ওই ইঞ্জিনের নির্মাতা সংস্থা জিই অ্যারোস্পেস প্রথম ইঞ্জিনটি মঙ্গলবার পাঠিয়েছে বলে তেজস নির্মাণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল জানিয়েছে। এবছরেই জিই অ্যারোস্পেস ১২টি ইঞ্জিন সরবরাহ করবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্র খবর।
'বাংলায় সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে চন্ডীপাঠ করে বিজয়া সম্মেলন'
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির আয়োজনের পাল্টা এবার বিজয়া সম্মেলনীর দাবি তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, 'আমরা ছবিগুলি সংগ্রহ করে রাখলাম। দূর্গা পুজোতেও রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়, যেখানে ধর্মগুরু ডেকে মাইকে ধর্মের কথা বলে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেখানে বিজয়া সম্মেলনী পালন করতে হবে। একদম নিয়ন মেনে পুরোহিত ডেকে চন্ডীপাঠ করে, দূর্গা স্তোত্র পাঠ করাতে হবে।'
প্রেমের সেকাল ও একাল
দীর্ঘ বেশ কয়েক বছরের সম্পর্ক, বাগদান ও আইনি বিয়েও সেরেছিলেন আগেই। তবে ২০২৩-এর শেষে রুদ্র দাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা সামনে আনেন নন্দিনী তথা স্মার্ট দিদি। চলতি বছরে দোলের দিন শুভকাজ অর্থাৎ সামাজিক বিয়ে সেরে ফেলেছেন ডালহৌসির পাইস হোটেলের মালিক, ভাইরাল নন্দিনী। বুধবার নন্দিনী দিদির ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এল তাঁর ও রুদ্র দাসের প্রেম জীবনের সেকাল ও একালের ছবি। তাঁদের সম্পর্ক বহু পুরনো।
OBC নিয়ে হাইকোর্টে যাবে BJP: শুভেন্দু
এবার OBC নিয়ে রাজ্যের বিরুদ্ধেই বড় অভিযোগ শুভেন্দু অধিকারীর। বুধবার সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা বলেন, 'সংবিধানকে লঙ্ঘন করে OBC সমীক্ষার নামে একটি বিশেষ সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দিতে চাইছে রাজ্য। সোমবার এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবে বিজেপি।' মামলায় জাতীয় OBC কমিশনকে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
শনির কোপ থেকে বাঁচতে এগুলি করবেন না
২৯ মার্চ শনিবার অমাবস্যা এবং সূর্যগ্রহণ রয়েছে। এই দিন কয়েকটি কাজ করলে শনির ক্রোধের সম্মুখীন হতে হবে। শনি অমাবস্যায় ভুল করেও বাবা-মা, গুরুজনদের অপমান করা যাবে না। গরু, কুকুর বা কাকের মতো অবলা প্রাণীদের ক্ষতি করা যাবে না। কাউকে আঘাত দেওয়া, প্রতারণা করা ক্ষতিকর। ভুল উপায়ে অর্থ উপার্জন করলে শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতি হবে। প্রতিবন্ধী, অসহায় ব্যক্তিদের সাহায্য করবেন।
কলকাতায় বসে বিদেশে সাইবার প্রতারণা
কলকাতায় বসে বিদেশে ফোন করে টেক সাপোর্ট দেওয়ার নাম করে চলত প্রতারণা।আর সেই ফাঁদে পা দিলেই সব শেষ! সেক্টর ফাইভ, বাগুইআটিতে অভিযান চালিয়েছিল পুলিশ। আর তাতে যা বেরিয়ে এল তা এককথায় উদ্বেগের। তিনজন গ্রেফতার করা হয়েছে। সেক্টর ফাইভের বেআইনি কলসেন্টারে অভিযান চালিয়ে ৬৭ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ডিসি হেডকোয়ার্টার কুলদীপ এসএস এনিয়ে সাংবাদিক বৈঠক করেন।
31 মার্চের মধ্যে এই ৫ কাজ শেষ করুন, নাহলে
'মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট' প্রকল্পে (MSSC) অর্থ বিনিয়োগ করুন। স্কিমটি ১ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা বিনিয়োগ করুন। যদি আপনি চার চাকার গাড়ি কিনতে চান তবে ৩১ মার্চের আগে তা কিনুন। অন্যথায় এটি ৪% ব্যয়বহুল হয়ে যাবে। UPI-এর জন্য নিষ্ক্রিয় মোবাইল নম্বর সক্রিয় করুন। আগামী ৩১ মার্চ পর্যন্ত 'অমৃত কলশ' এবং 'অমৃত বৃষ্টি'-তে বিনিয়োগের সুযোগ পাবেন।
রাস্তায় নমাজ এবং লাউডস্পিকার নিষিদ্ধ
উত্তরপ্রদেশের সম্ভালে ইদের নামাজের জন্য পুলিশ ও প্রশাসন কঠোর প্রস্তুতি শুরু করেছে। যোগী সরকার দুটি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছে। সম্ভালের ASP শ্রীশচন্দ্র স্পষ্ট করে বলেন, ইদের সময় রাস্তা এবং ছাদে নমাজ পড়ার অনুমতি দেওয়া হবে না। এছাড়াও, লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নমাজ কেবল ঈদগাহ এবং মসজিদের ভেতরেই পড়তে হবে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url