এবিপি পত্রিকা (02-01-25) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আজকের খবর, ২৪ ঘন্টা আজকের খবর, বাংলা খবর ২৪ঘন্টা, আজকের তাজা খবর, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দিঘা-জেলার খবর, কলকাতার খবর- পশ্চিমবঙ্গের খবর (West Bengal News), বাংলা খবর (Bangla News), রাজ্যের লেটেস্ট নিউজ (Latest Bengali News), রাজ্য রাজনীতিতে কী চলছে? মমতা-অভিষেকের সঙ্গে শুভেন্দুর আকচাআকচি, আবহাওয়ার প্রত্যেক দিনের খবর অথবা কলকাতার ট্রাফিক আপডেট (Kolkata Traffic Update), নিয়োগ দুর্নীতির খবর (Recruitment Scams) পড়ুন এই সময় ডিজিটালে। কোন মামলার শুনানি চলছে হাইকোর্টে (Calcutta High Court), ঘটনা-দুর্ঘটনা ছাড়াও অনেক কিছু, আপনার নিজের শহরের খবর, আপনার নিজের ব্লকের খবর, আপনার সমস্যার খবর, মন ভালো করা ‘ভালো খবর’, অফিস পৌঁছনোর বাস-ট্রেনের খবর থেকে ফেরির খবর, নেতা-মন্ত্রীর হাঁড়ির খবর জানতে পারবেন এই সময় ডিজিটালে।
এসএসকেএমে কেমন আছেন চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র?
বুকে ব্যথা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষকে। হাসপাতাল সূত্রে খবর, আগের চেয়ে সুস্থ রয়েছেন তিনি। মঙ্গলবার রাতে রবীন্দ্রের শারীরিক কিছু পরীক্ষানিরীক্ষা করে দেখা হয়েছে। বুধবার সকালেও ডাক্তারেরা তাঁকে দেখে গিয়েছেন। আরও কয়েকটি শারীরিক পরীক্ষা করা হতে পারে তাঁর। এসএসকেএমের হৃদ্রোগ বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
দিল্লি পুলিশে বাংলা জানলেই নিয়োগ
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে দিল্লি পুলিশের বিশেষ পদক্ষেপ। এবার থেকে দিল্লির প্রতিটি পুলিশ জেলায় থাকবে একটি করে বাংলাদেশি সেল। আর সেই সেলে রাখা হবে ৫-১০ জন করে বাংলা ভাষা জানা পুলিশ আধিকারিককে। তাঁদের কাজ হবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। কয়েক দিন আগেই একের পর এক অনুপ্রবেশকারী ধরা পড়ে রাজধানী থেকে। তার পরেই নেওয়া হল এই বিশেষ পদক্ষেপ।
ভেন্টিলেশনের বাইরে এলেন সুজয়কৃষ্ণ
অবশেষে ভেন্টিলেশনের বাইরে এলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। একবালপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এ রাখা হয়েছে তাঁকে। সোমবার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে প্রথমে ভর্তি করা হয় এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেইন ব্লকে । সেখানে সিসিইউতে ভর্তি ছিলেন তিনি । তারপরে তাকে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ভোটের আগে হাসিনার দলের বিচারের দাবি ছাত্র-নেতৃত্বের
আগে শেখ হাসিনার দল আওয়ামী লীগের বিচার চাই। বিচারের আগে নির্বাচন করা যাবে না বাংলাদেশে। ঢাকার সমাবেশ থেকে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি তুলে ধরলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঢাকার শহিদ মিনার চত্বর থেকে তাঁদের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করার কথা ছিল। মঙ্গলবার ঢাকার সমাবেশ থেকে মূলত চার দফা দাবির কথা ঘুরে ফিরে এসেছে তাঁদের মুখে।
ইউনূস সরকারের কাছে ছাত্র-নেতৃত্বের চার দাবি কী কী?
১) জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। ২) শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ৩) বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ৪) সংস্কারের পর নির্বাচন করতে হবে। তাৎপর্যপূর্ণ ভাবে, নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন ছাত্রনেতারা। তাঁদের বক্তব্য, 'এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার।'
EPF-এর টাকা তুলে ব্যাঙ্কে রাখার কথা ভাবছেন নাকি? লস করবেন
সেভিংস -সহ অন্য সব অ্যাকাউন্টের মতো ইপিএফের উপরও বছরে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে থাকে কেন্দ্র। প্রভিডেন্ট ফান্ডের এই সুদের হার পরিবর্তনশীল। ২০২১-২২ অর্থিক বছরে এর হার ছিল ৮.৫ শতাংশ। ২০২২-২৩-এ তা কমে ৮.১ শতাংশে নেমে এসেছিল। ২০২৩-'২৪ অর্থবর্ষে এর পরিমাণ কিছুটা বাড়িয়ে ৮.২৫ শতাংশ করে সরকার। যা সেভিংস (৩-৪%) তো দূর TD বা FD এমনকী পোস্ট অফিসের অনেক স্কিমের চেয়েও বেশি। তাই ইপিএফের টাকা তুললেই লস।
নতুন বছরে আরও ২ রিচার্জ প্ল্যান আনল BSNL
নতুন বছরে গ্রাহকদের বড় উপহার। ২১৫ টাকা এবং ৬২৮ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। ৬২৮ টাকার রিচার্জ প্ল্যানটি রয়েছে ৮৪ দিনের জন্য। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও পাবেন। এই প্ল্যানে দিনে মিলবে ৩ জিবি করে ডেটা। ২১৫ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা থাকবে ৩০ দিনের জন্য। এতে গ্রাহকরা দিনে ২ জিবি করে হাইস্পিড ডেটার সুবিধা পাবেন।
আজ থেকে বন্ধ হবে এই অ্যাকাউন্টগুলি
এক বছরের নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে, তেমন অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছে আরবিআই। আজ, ১ জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। মোট তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এক বছরের বেশি ব্যাঙ্কের অ্যাকাউন্ট টাকা না থাকলে,বন্ধ করে দেওয়া হবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। কেওয়াইসি আপডেট না হলেও বন্ধ করা হবে অ্যাকাউন্ট। কেওয়াইসি-তে ঠিক না থাকলেও বন্ধ হবে অ্যাকাউন্ট।
অলিম্পিক মেডেল পরেই বিয়ে পিভি সিন্ধুর
জোড়া অলিম্পিক পদক জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু নিজের বিয়ের দিনে তাঁর অলিম্পিকের জয়কেও সামিল করেছেন। ২০১৬ সালে রিওতে রুপোর পদক এবং ২০২০ সালে টোকিওয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। এই দুটি পদকের আদলে তিনি নিজের আংটি তৈরি করেছিলেন। আংটির দুই দিক দুটি পদকের আকারে তৈরি করা হয়েছে। একদিকে লেখা রয়েছে ২০/২০ এবং অন্যটিতে লেখা রয়েছে ১৬/২০। মাঝখানে একটি হাতের ছাপ। সেই ছবি দেখে মুগ্ধ সবাই।
সোনার দাম একলাফে ১২৬০০ টাকা বাড়ল
গত বছরের গোড়ায় কলকাতার বাজারে ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৬৪,১৫০ টাকা। বছর শেষে দাঁড়িয়েছে ৭৬,৭৫০ টাকায়। গত ৩০ অক্টোবর তা ৮০,২০০ ছুঁয়ে নজির গড়েছিল। সংশ্লিষ্ট মহলের দাবি, তার পরেও ২০২৪-এ সোনার ব্যবহার ২০২৩-এর তুলনায় বেড়েছে। ফলে নতুন বছরেও বিক্রিবাটা নিয়ে আশাবাদী স্বর্ণ শিল্পমহল। গত বছর পাকা সোনা বেড়েছে ১২,৬০০ টাকা। ২০২৩-এ বেড়েছিল ৮০০০ টাকা।
একঝলকে জেলার খবরগুলি...
➛ কলকাতায় নামল পারদ, আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস
➛ কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সমাগম, সকাল থেকে ভিড়
➛ গড়ফায় ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
➛ হাওড়া-সিঙ্গুর লোকালের রুট সম্প্রসারণে আপত্তি, সকাল থেকে সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ
➛ হাসপাতালে চিকিৎসাধীন নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু, ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে
আমেরিকায় ভয়াবহ জঙ্গি হামলা, মৃত ১০
আমেরিকার নিউ অরলিন্সে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত ১০, আহত ৩০। জানা গিয়েছে, নববর্ষের দিনে ক্যানাল এবং বোরবন স্ট্রিট মোড়ে, প্রচুর লোকের ভিড় হয়। সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক। পিষে দেওয়া হয় বেশকিছু মানুষকে। ছোঁড়া হয় এলোপাথারি গুলি। যার জেরে মৃত্যু হয় ১০ জনের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত চালকের খোঁজ চালানো হচ্ছে।
চ্যাম্পিয়ন বাংলা টিমকে সংবর্ধনা হায়দরাবাদ মেরিনার্সের
দীর্ঘ প্রতিক্ষার শেষে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। ৩৩ বছর পরে বাংলাকে সেরার শিরোপা এনে দেওয়া সেই দলকে এবার সংবর্ধনা দিল হায়দরাবাদ মেরিনার্স। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অন্যতম কর্তা প্রজিৎ পাল ও আকাশ ঘোষ। কোচ সঞ্জয় সেন ও ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া ও নানা উপহার। যা দেখে সঞ্জয় সেন বলেন, 'বাংলার বাইরে এই দৃশ্য দেখব ভাবিনি। ধন্যবাদ হায়দরাবাদ মেরিনার্সকে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url