গোঁসাইডিহি জঙ্গল থেকেই ধরা হল ওড়িশা থেকে আসা বাঘিনিকে

 গোঁসাইডিহি জঙ্গল থেকেই ধরা হল ওড়িশা থেকে আসা বাঘিনিকে। ঘুমপাড়ানি গুলি খেয়ে বন দফতরের খাঁচাবন্দি জ়িনত।

অবশেষে বনকর্মীদের জালে ধরা পড়ে বাঘিনি। বাঘিনি ধরা পড়ার পরেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে বন দফতরের আধিকারিকদের এবং জেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় পঞ্চায়েত এবং এলাকার বাসিন্দাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতায় আনা হচ্ছে জিনাতকে!

গত কয়েকদিন ধরে জঙ্গলমহলে ঘুরছিল বাঘিনী জিনাত। কার্যত চলছিল লুকোচুরি। এবার তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে খবর। বন দফতর সূত্রের খবর, দিন কয়েক তাকে কলকাতায় থাকতে হতে পারে। আলিপুর চিড়িয়াখানার হাসপাতালে কয়েকদিন জিনাতকে পর্যবেক্ষণে রাখা হতে পারে বলে খবর। তারপর তাকে কোথায় রাখা হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে বলে বন দফতর সূত্রে খবর। উল্লেখ্য, প্রায় ৯ দিনের লুকোচুরির পর রবিবার জিনাতকে ধরা পড়ে।

বাঘিনির গলায় থাকা রেডিয়ো কলার সিগন্যাল ট্র্যাক করে সেখানে পৌঁছে যান বনকর্মীরাও। তাঁরা জানতে পারেন, গ্রামের অদূরেই মুকুটমণিপুর জলাধার লাগোয়া ছোট জঙ্গলে রয়েছে জ়িনত। এর পরেই দ্রুত গোটা জঙ্গল ঘিরে ফেলা হয় নাইলন দড়ি দিয়ে। গ্রামবাসীদের উপর বাঘিনির হামলা ঠেকাতে গ্রামের রাস্তাও জাল দিয়ে ঘিরে ফেলা হয়। জঙ্গলে একাধিক খাঁচা পাতার পাশাপাশি দু’টি মহিষকেও টোপ হিসাবে রাখা হয়েছিল।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url