Bengali News Today: আজকের বাংলা খবর (26-12-24) | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ
আজকের বাংলা খবর (26-12-24) | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ
এবিপি পত্রিকা (26-12-24) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আজকের খবর, ২৪ ঘন্টা আজকের খবর, বাংলা খবর ২৪ঘন্টা, আজকের তাজা খবর, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দিঘা-জেলার খবর, কলকাতার খবর- পশ্চিমবঙ্গের খবর (West Bengal News), বাংলা খবর (Bangla News), রাজ্যের লেটেস্ট নিউজ (Latest Bengali News), রাজ্য রাজনীতিতে কী চলছে? মমতা-অভিষেকের সঙ্গে শুভেন্দুর আকচাআকচি, আবহাওয়ার প্রত্যেক দিনের খবর অথবা কলকাতার ট্রাফিক আপডেট (Kolkata Traffic Update), নিয়োগ দুর্নীতির খবর (Recruitment Scams) পড়ুন এই সময় ডিজিটালে। কোন মামলার শুনানি চলছে হাইকোর্টে (Calcutta High Court), ঘটনা-দুর্ঘটনা ছাড়াও অনেক কিছু, আপনার নিজের শহরের খবর, আপনার নিজের ব্লকের খবর, আপনার সমস্যার খবর, মন ভালো করা ‘ভালো খবর’, অফিস পৌঁছনোর বাস-ট্রেনের খবর থেকে ফেরির খবর, নেতা-মন্ত্রীর হাঁড়ির খবর জানতে পারবেন এই সময় ডিজিটালে।
জুন্টার নৌঘাঁটি দখল করে নিল আরাকান আর্মি!
সীমান্ত দখলের পরে এবার মায়ানমারের বিদ্রোহীদের নজর ভারতের প্রতিবেশী দেশের প্রশাসনিক এবং বাণিজ্যিক কেন্দ্রে! গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু কির সমর্থক 'ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট' নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম 'দ্য ইরাওয়াদি' বুধবার জানিয়েছে, বাণিজ্য রাজধানী (তথা প্রাক্তন রাজধানী) ইয়াঙ্গনের অদূরে থান্ডওয়ে নৌঘাঁটির দখল নিয়েছে বিদ্রোহী জোটের বৃহত্তম শরিক আরাকান আর্মির যোদ্ধারা। পাশের গাওয়া শহরও তাদের দখলে।
হাওড়া-শিয়ালদায় আজ থাকবে বাড়তি বাসও
বড়দিন উপলক্ষ্যে কলকাতায় আজ জন প্লাবনের আশঙ্কা। জেলা থেকে ট্রেনে চড়ে অনেকেই কলকাতায় এদিন ছুটি কাটাতে আসতে পারেন। তাই হাওড়া ও শিয়ালদা, দুই স্টেশনেই চলবে বাড়তি বাস। জানা যাচ্ছে, পার্কস্ট্রিট সংলগ্ন এলাকা থেকে এসি, নন এসি সব বাস চলবে। এছাড়াও ২৯, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি, ইকো পার্কে স্পেশ্যাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন নিগম। আজ সারা রাত অ্যাপ ক্যাব ট্যাক্সিও থাকবে যথেষ্ট পরিমাণে।
সোনার দাম বদলে গেল
ফের বাড়ল সোনার দাম। গুড রিটার্নসের তথ্য অনুসারে আজ,বুধবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৭,৪৫০ টাকায়। ২২ ক্যারেট ১০ সোনার দামও ১০০ টাকা বেড়ে হয়েছে ৭১,০০০ টাকা এবং ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৮০ টাকা বেড়ে হল ৫৮,০৯০ টাকা। এদিকে রুপোর দামও এদিন ১০০ টাকা বেড়ে ৯১,৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি ১০ গ্রাম প্ল্যাটিনাম ৯০ টাকা বেড়ে হয়েছে ২৫,৭৭০ টাকা।
৫৩ বছর পর বাংলাদেশে পাক সেনা!
বাংলাদেশ সরকার তাদের সৈন্যদের প্রশিক্ষণের জন্য পাকিস্তান সেনা দলকে দেশে ডেকেছে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে শোচনীয় পরাজয়ের ৫৩ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তানি সেনা। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে এই প্রশিক্ষণ শুরু হবে। মেমেনশাহী ক্যান্টে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (এটিডিসি) সদর দফতরে প্রশিক্ষণের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে বলে খবর।
২৬ ডিসেম্বর কেন বক্সিং ডে জানেন?
আগামীকাল, ২৬ ডিসেম্বর, ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলবে। আবার পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আসলে ক্রিসমাসের পরের দিনটি অনেক দেশে বক্সিং ডে নামে পরিচিত। এই দিনে লোকেরা একে অপরকে ক্রিসমাস বক্স উপহার দেয়। গির্জায় একটি বাক্স রাখা হয়েছে বলেও জানা যাচ্ছে। অভাবী মানুষের জন্য এই বাক্সে উপহার রাখার রীতিও চালু আছে। তাই এই দিনটির নামকরণ করা হয় বক্সিং ডে।
বাংলার বাড়ি: কবের মধ্যে দিতে হবে টাকা? জানিয়ে দিল নবান্ন
বাংলার বাড়ি প্রকল্পে ৮ লক্ষ ২২ হাজারেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছেছে। তবে লক্ষ্য ১২ লক্ষ। বাকিদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আগামীকাল, ২৬ ডিসেম্বরের মধ্যে শেষ পাঠিয়ে দিতে হবে বলে নির্দেশ দিল নবান্ন। পঞ্চায়েত দফতরের তরফে এনিয়ে জেলায় জেলায় নির্দেশও পৌঁছে গিয়েছে। বাড়ি তৈরির কাজে নিয়মিত নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।
ডোরিনা ক্রসিংয়ের নাম হোক অভয়া ক্রসিং! মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
আরজি করের নির্যাতিতার সম্মানে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে রাখা হোক 'অভয়া ক্রসিং'! এবার এমনটাই দাবি জানাল ডাক্তারদের মঞ্চ 'ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। বুধবার এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেলও করেছেন চিকিৎসকেরা। এরমধ্যে আবার অনেকেই গুগল ম্যাপে ডোরিনার নামও বদলে দিয়েছেন! গুগল ম্যাপে 'অভয়া ক্রসিং' খুঁজলে এখন থেকেই দেখা যাচ্ছে ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর।
২ দিন বন্ধ যশোর রোডের একাংশ, চলবে না কোনও গাড়ি
রেল ট্র্যাক পরিবর্তনের কাজের জন্য বছরের শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোডের একাংশ। বারাসত পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বারাসত কাজিপাড়ায় ১ নম্বর রেল ট্র্যাক পরিবর্তনের কাজের জন্য আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বারাসত- বনগাঁগামী ১ নম্বর রেলগেট দিয়ে যশোর রোডে গাড়ি চলাচল বন্ধ থাকবে। তাই এই পথ দিয়ে বনগাঁ, দত্তপুকুর, হাবড়া, অশোকনগর থেকে বারাসতে গাড়ি সম্পূর্ণ বন্ধ থাকবে।
অশ্বিনকে ছুঁলেন বুমরা
আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকায় ৯০৪ রেটিং নিয়ে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে একই রেটিং হাসিল করেছিলেন সদ্য অবসর নেওয়া কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হচ্ছে চলতি বিজিটি সিরিজের চতুর্থ ম্যাচ। এই বক্সিং ডে টেস্টে তুখোড় পারফরম্যান্স করে বুমরা রেটিংয়ে অশ্বিনকে টপকে যাওয়ার সুযোগ পাবেন।
জ্ঞান ফিরল সেই আহত শিশুর, অল্লুকে ধন্যবাদ বাবার
'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনার ২০ দিন পর জ্ঞান ফিরল আহত শিশুর। দুর্ঘটনাটি ঘটেছিল গত ৪ ডিসেম্বর। দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত হয় তাঁর আট বছরের সন্তান। এত দিন ধরে ওই শিশুর শারীরিক অবস্থার সে ভাবে উন্নতি হয়নি। ছিল সংজ্ঞাহীন। মঙ্গলবার বেশি রাতের দিকে ওই শিশুর পিতা জানিয়েছেন, সন্তানের জ্ঞান ফিরেছে। পাশে থাকার জন্য তেলঙ্গানা সরকার এবং অল্লুকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
একনজরে দেশ-বিদেশ
➤ বাজপেয়ীর ১০০তম জন্মবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহ এবং ওম বিড়লার
➤ খামেনেইয়ের দেশে আর নিষিদ্ধ নয় হোয়াটসঅ্যাপ! হিজাব আইন প্রত্যাহারের পর 'সংস্কারমুখী' ইরান
➤ 'আমি ভাগ্যবান যে আমি তাঁর আশীর্বাদ পেয়েছি', অটল বিহারীর জন্মবার্ষিকীতে বললেন মোদী
➤ নির্বাচন নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানাল, অগ্রাধিকার এখন হাসিনা জমানার দুর্নীতির তদন্তে
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url