Bengali News Today: আজকের বাংলা খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ
Bengali News Today: আজকের বাংলা খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ
এই ৩ রাশি দু'হাতে টাকা কামাবে নতুন বছরে
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে। যার ফলে মীন রাশিতে রাহু ও বুধের যুতি তৈরি হবে। রাহু ও বুধ গ্রহ প্রায় ১৮ বছর পর কাছাকাছি এসেছে। যার ফলে কিছু রাশির ভাগ্য চমকাবে। যেমন বৃষ রাশির জাতকদের আয় দ্বিগুণ হবে। মকর রাশির এই সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরৎ পাবেন। আপনার অর্থ-সমৃদ্ধি বাড়বে। তুলা রাশিরও ব্যবসায় অংশীদার ও পরিবারের সহযোগিতা পাবেন।
বর্ষশেষ ও বর্ষবরণে বদলে যাচ্ছে পুরী মন্দিরে প্রবেশের নিয়ম!
৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের নিয়মে পরিবর্তন আনছেন মন্দির কর্তৃপক্ষ। এই দু'দিন চাইলেই যেকোনও পথ দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন না সাধারণ ভক্তেরা। পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ এবং বাহিরের জন্য চারটি পথ রয়েছে। বর্ষশেষ এবং বর্ষবরণের দিনে সাধারণ ভক্তেরা কেবলমাত্র মন্দিরের সিংহদ্বার দিয়েই প্রবেশ করতে পারবেন। বাকি তিনটি দ্বার ব্যবহৃত হবে বেরনোর জন্য।
টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী
টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'জয় জোহর প্রকল্পে' পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮০০ টাকা করা হবে। সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য ৩১০টি নতুন হস্টেল তৈরি করা হবে। বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপনের দিনে আদিবাসীদের জন্য এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ বাড়িয়েছিলেন তিনি।
স্থগিত নতুন বছরের প্রথম ডার্বি
চলতি মরসুমে ফিরতি ডার্বি হওয়ার কথা ছিল ১১ জানুয়ারি। তবে যুবভারতীতে সেই ম্যাচ হচ্ছে না। সরকারিভাবে সোমবার একথা জানিয়ে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, গঙ্গাসাগর মেলার কারণে ওই ম্যাচের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ফলে সিদ্ধান্ত এখন আইএসএল আয়োজকদের হাতে। তারা ওই দিন অন্য কোনও শহরে ম্যাচ আয়োজন করবে না কি দিন পরিবর্তন করবে সেটা তারাই ঠিক করবে।
বছর শেষে বাড়তি মেট্রো, কড়া নিরাপত্তাও
আগামীকাল বর্ষবিদায় ও বরণের পালা। এদিন মেট্রোয় যাত্রীদের চাপ থাকবে। তাই নিরাপত্তা জোরদার হাওয়া উচিত। সেকথা মাথায় রেখেই এবার বড় ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে আগামীকাল রাতে চলবে ৬টি বাড়তি মেট্রো। আর যাত্রীসংখ্যাও যেহেতু বেশি থাকবে, তাই অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। একাধিক স্টেশনে অতিরিক্ত আরপিএফ মোতায়েন করা হচ্ছে। চলবে সিসিটিভি নজরদারিও।
১ জানুয়ারি থেকেই ৩ ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ: RBI
নতুন বছরই বন্ধ হবে তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইতিমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই সূত্রে জানা গিয়েছে, নিষ্ক্রিয়, সময় পেরোনো শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্ট ও কেওয়াইসি না হওয়া অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে। গ্রাহকদের সাইবার সুরক্ষা ও ডিজিটাল পরিষেবার সুবিধা দিতে এই পদক্ষেপ করছে শীর্ষ ব্যাঙ্ক। এতে নিষ্ক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা অনেক কমবে বলে মনে করছে আরবিআই।
আরবিআই অ্যাকাউন্ট বন্ধ করতে পুনরায় তা চালু করার সুযোগ পাবেন গ্রাহক। তবে তাঁকে সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি নথি জমা দিতে হবে। সেগুলি পুনরায় যাচাই হলে তবে ওই অ্যাকাউন্ট ফের সক্রিয় হবে। তথ্য যাচাইয়ের সময়ে ভুলভ্রান্তি ধরা পড়লে অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করতে পারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
মাধ্যমিক পাশে ইন্ডিয়া পোস্টে নিয়োগ, SALARY ১৯৯০০ টাকা
ইন্ডিয়া পোস্টের বিহার সার্কেলে ১৭টি শূন্যপদে স্টাফ কার ড্রাইভার নিয়োগ করা হবে। বেতনঃ প্রতি মাসে ১৯৯০০ টাকা। যোগ্যতাঃ দশম শ্রেণি পাশ, মোটর মেকানিজমের জ্ঞান-সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ১২ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে পূরণ করা আবেদনপত্র ও প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে 'Assistant Director (Rectt.), Office of the Chief Postmaster General, Bihar Circle, Patna- 800001' ঠিকানায়।
বেড়ে গেল সোনার দাম
আজ সপ্তাহের প্রথম দিনেই বৃদ্ধি পেল সোনার দাম। আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭১,৫০০ টাকা। যা গতকালের তুলনায় ১৫০ টাকা বেশি। ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৭৮,০০০ টাকা। যা গতকালের তুলনায় ১৬০ টাকা বেশি। এছাড়া ১৮ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৮,৫০০ টাকা। যা গতকালের তুলনায় ১২০ টাকা বেশি।
ICC-র বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকায় বুমরা
বর্ডার-গাভাস্কর ট্রফিতে ইতিমধ্যে ৩০টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ভারতীয় দলের সহ-অধিনায়ক এখন আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় সবার উপরে। সারা বছর বল হাতে ধারাবাহিকতা বজায় রাখার স্বীকৃতি পেতে পারেন তিনি। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন বুমরা। তালিকায় একমাত্র ভারতীয় বুমরার সঙ্গে আছেন ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। এই তালিকায় বুমরাহই এক মাত্র বোলার।
কেমন সাজবেন নিউ ইয়ার পার্টিতে?
বছর শেষে জাঁকিয়ে শীত না পড়লেও ঠাণ্ডা কিন্তু লাগছে। এই আবহাওয়াতে স্টাইলও হবে আবার দেখতেও ভালো লাগবে যদি সঙ্গে একটি স্কার্ফ রাখেন। শাড়ি, জিনস, স্কার্ট সবকিছুর সঙ্গেই দেখতে ভালো লাগে স্কার্ফ। অনেকেই আবার শীতে লং সোয়েটার, ট্রেন্ডি কোট, জ্যাকেট পরেন। তবে খুব বেশি ভারী সোয়েটার বা কোট পরবেন না। এতে গরম লাগবে, ঘাম হবে নিজেরই অস্বস্তি হবে। যেহেতু পার্টি তাই খাওয়া-দাওয়া নাচ-গান এসব তো থাকবেই।
ইতিহাস! গোটা এক সপ্তাহ জুড়ে ট্রেন্ডিংয়ে খাদান
বাংলা সিনেমার জয়ধ্বনি! গত শুক্রবার অর্থাৎ মুক্তির এক সপ্তাহ পার হওয়া অবধি বক্স অফিসে প্রায় ৭ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলে 'খাদান'। 'খাদান'-কে অফুরান ভালোবাসা ঢেলে দিচ্ছে দর্শক। বুক মাই শো জানাচ্ছে, বাংলা ছবির ইতিহাসে এই প্রথম কোনও ছবি গোটা এক সপ্তাহ জুড়ে ট্রেন্ডিংয়ে রয়েছে। রিভিউতে সবচেয়ে বেশি হ্যাশট্যাগ যা ব্যবহার হয়েছে তা, 'ব্লকবাস্টার'! এ যেন বাংলা বক্সঅফিসের 'সুপারস্টার' দেব-এর কামব্যাক!
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url