Bengali News Today: আজকের বাংলা খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ

  Bengali News Today: আজকের বাংলা খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ


এবিপি পত্রিকা (30-12-24) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আজকের খবর, ২৪ ঘন্টা আজকের খবর, বাংলা খবর ২৪ঘন্টা, আজকের তাজা খবর, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দিঘা-জেলার খবর, কলকাতার খবর- পশ্চিমবঙ্গের খবর (West Bengal News), বাংলা খবর (Bangla News), রাজ্যের লেটেস্ট নিউজ (Latest Bengali News), রাজ্য রাজনীতিতে কী চলছে? মমতা-অভিষেকের সঙ্গে শুভেন্দুর আকচাআকচি, আবহাওয়ার প্রত্যেক দিনের খবর অথবা কলকাতার ট্রাফিক আপডেট (Kolkata Traffic Update), নিয়োগ দুর্নীতির খবর (Recruitment Scams) পড়ুন এই সময় ডিজিটালে। কোন মামলার শুনানি চলছে হাইকোর্টে (Calcutta High Court), ঘটনা-দুর্ঘটনা ছাড়াও অনেক কিছু, আপনার নিজের শহরের খবর, আপনার নিজের ব্লকের খবর, আপনার সমস্যার খবর, মন ভালো করা ‘ভালো খবর’, অফিস পৌঁছনোর বাস-ট্রেনের খবর থেকে ফেরির খবর, নেতা-মন্ত্রীর হাঁড়ির খবর জানতে পারবেন এই সময় ডিজিটালে।

গুরুতর অসুস্থ সুজয়, ভর্তি SSKM-এ

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু' গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্সি জেল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। জেল সূত্রে খবর, সোমবার সকালে হঠাৎ সংজ্ঞা হারান তিনি। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন সুজয়। সেই সংক্রান্ত অসুস্থতা থেকেই সংজ্ঞা হারান বলে মনে করা হচ্ছে। প্রাথমিকে এই সংক্রান্ত ইডির মামলায় চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার নির্দেশ দেবেন বিচারক।

IND VS AUS: ৭ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত

৫ দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান ভারতের। এই ম্যাচ ড্র করতে হলে ভারতের দরকার এখনও ১৯৭ রান। ক্রিজে রয়েছেন আকাশ দীপ(১*) ও ওয়াশিংটন সুন্দর(২*)। যদিও লড়াই করার চেষ্টা চালিয়েও বিতর্কিত আউট হন যশস্বী জয়সওয়াল(৮৪)। অধিনায়ক প্যাট কামিন্স নিয়েছেন ৩টি উইকেট। তবে যশস্বী জয়সওয়ালের বিতর্কিত আউট নিয়ে গর্জে উঠেছেন সুনীল গাভাস্কার।

ফের গর্জে উঠলেন হাসিনা

ফের একবার ভারতের মাটি থেকে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শেখ হাসিনা। এক অডিও বার্তায় সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বললেন, 'যতই চেষ্টা হোক আওয়ামি লিগকে একেবারে শেষ করে দেবে, সেটা কেউ পারবে না। আমরা বিশ্বাস করি, এর জবাব একদিন বাংলাদেশ দেবে। লাশের মিছিল যতই দীর্ঘ থেকে দীর্ঘতর হোক না কেন, বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। এ সকল অপকর্ম ও লাশের দায়ভার নৈরাজ্যবাদী ইউনূস সরকারকেই নিতে হবে।'

গুরুতর অসুস্থ চিন্ময় প্রভু

গুরুতর অসুস্থ বাংলাদেশে কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সূত্রের খবর, তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে। চট্টগ্রামের জেলে তিনি ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। এই অভিযোগে সরব হয়ে উঠেছে সেখানকার হিন্দু সংগঠনগুলি। আগামী ২ জানুয়ারি তাঁর জামিন মামলার শুনানি। সেই আবহে চিন্ময় প্রভুর দ্রুত আরোগ্য কামনায় ইসকনের তরফে নতুন বছরের শুরুর দিনই বিশেষ প্রার্থনার আয়োজন করেছে।

ক্লান্ত জিনাতকে আনা হল কলকাতায়

রবিবার রাতেই কলকাতার আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে বাঘিনী জিনাতকে। আপাতত কয়েকদিন সেখানেই থাকবে সে। বিগত ৯ দিন ধরে দীর্ঘ পথ ঘুরে, মানুষের তাড়া খেয়ে ক্লান্ত বাঘিনি। কদিন ঠিকমতো খাবারও পায়নি। এখন জিনাতের দরকার সঠিক খাবার এবং বিশ্রামের। তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। আলাদা এনক্লোজারে রেখে চিকিৎসা চলছে তাঁর। রয়েছেন দেশের বিখ্যাত পশু চিকিৎসকরা। এমনকী, ওড়িশার বনদফতরের লোকেরাও রয়েছেন।

রবি ঠাকুরের ইতিহাস মুছে ফেলছে বাংলাদেশে

বাংলাদেশে বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে ইতিহাসও। এবার বাংলাদেশের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠাবাড়ী জমিদার বাড়ি থেকেই মুছে দেওয়া হল রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। বাড়ির সামনে ফলক থেকে রবীন্দ্রনাথের নাম মুছে ফেলা হয়েছে। ১৯২৬ সালের ১৯ ফেব্রুয়ারি জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরীর আমন্ত্রণে আঠাবাড়ী জমিদার বাড়ি গিয়ে কাছারিবাড়ির উদ্বোধন করেন। ১৯৬৮ সালে এখানে তৈরি হয় ডিগ্রি কলেজ। ভিতরে কাছারিবাড়ি।

ইতিহাস গড়ার পথে ISRO

ISRO আজ, সোমবার রাত ৯টা ৫৮ মিনিটে শ্রীহরিকোটা থেকে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট (SPADEX) লঞ্চ করবে। স্প্যাডেক্স PSLV-C60-তে লঞ্চ হবে। এই মিশনের সাফল্যের পর আমেরিকা, রাশিয়া এবং চিনের মতো বিশ্বের নির্বাচিত দেশের বিশেষ ক্লাবে যোগ দেবে ভারত। এখন পর্যন্ত শুধুমাত্র এই দেশগুলিরই মহাকাশে দুটি মহাকাশযান বা উপগ্রহ ডক (যোগদান) এবং আনডক (আলাদা) করার ক্ষমতা রয়েছে।

মেমোরি কার্ড নষ্ট হয়ে গিয়েছে?

অনেক সময় ফোনের মেমোরি কার্ড নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে কানেক্ট করুন। এবার আপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এবার রাইট ক্লিক করে Run as administrator সিলেক্ট করে সেটি খুলুন। কমান্ড প্রম্প্ট চালু হলে এখানে chkdsk mr লিখে enter ক্লিক করুন। File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন।

মেয়ে দুয়াকে ন্যানির কাছে রাখতে চান না, বড় সিদ্ধান্ত দীপিকার

কল্কি ২৮৯৮ এডি-র অভাবনীয় সাফল্যের পর, কল্কি ২ আসার অপেক্ষায় দর্শকরা। তবে বর্তমানে যা পরিস্থিতি, তাতে তা আরও পিছোবে। আর এর মূলেই রয়েছেন দীপিকা পাড়ুকোন। কারণ নিজের সন্তান দুয়াকে ন্যানির কাছে রাখে শ্যুটিং করতে চান না তিনি। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমি আমার মেয়েকে একাই বড় করব, ঠিক যেমন আমার মা আমাকে বড় করেছে।' আরও জানিয়েছেন, কাজে ফেরার জন্য কোন তাড়া তার নেই।

TATA: ৫ বছরে ৫ লক্ষ কর্মসংস্থান

টাটা সন্সের চেয়ারম্যান চন্দ্রশেখরন বলেছেন যে টাটা গ্রুপ আগামী ৫ বছরে তার প্রকল্পগুলির মাধ্যমে ৫ লক্ষেরও বেশি নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা করছে। তাঁর কথায়, এই কাজগুলি ভারত জুড়ে টাটা গ্রুপের কারখানা এবং প্রকল্পগুলিতে করা বিনিয়োগ থেকে তৈরি করা হবে। নতুন যুগের পণ্য যেমন ব্যাটারি, সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার তৈরি করা হবে বলে জানিয়েছেন চন্দ্রশেখরন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url