Bengali News Today: আজকের বাংলা খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ
আজকের বাংলা খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ
এবিপি পত্রিকা (29-12-24) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আজকের খবর, ২৪ ঘন্টা আজকের খবর, বাংলা খবর ২৪ঘন্টা, আজকের তাজা খবর, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দিঘা-জেলার খবর, কলকাতার খবর- পশ্চিমবঙ্গের খবর (West Bengal News), বাংলা খবর (Bangla News), রাজ্যের লেটেস্ট নিউজ (Latest Bengali News), রাজ্য রাজনীতিতে কী চলছে? মমতা-অভিষেকের সঙ্গে শুভেন্দুর আকচাআকচি, আবহাওয়ার প্রত্যেক দিনের খবর অথবা কলকাতার ট্রাফিক আপডেট (Kolkata Traffic Update), নিয়োগ দুর্নীতির খবর (Recruitment Scams) পড়ুন এই সময় ডিজিটালে। কোন মামলার শুনানি চলছে হাইকোর্টে (Calcutta High Court), ঘটনা-দুর্ঘটনা ছাড়াও অনেক কিছু, আপনার নিজের শহরের খবর, আপনার নিজের ব্লকের খবর, আপনার সমস্যার খবর, মন ভালো করা ‘ভালো খবর’, অফিস পৌঁছনোর বাস-ট্রেনের খবর থেকে ফেরির খবর, নেতা-মন্ত্রীর হাঁড়ির খবর জানতে পারবেন এই সময় ডিজিটালে।
বাংলায় বৃষ্টির পূর্বাভাস
আজ, শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। তালিকায় রয়েছে বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। একইসঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। প্রসঙ্গত, শুক্রবার কলকাতার তাপমাত্রা একধাক্কায় ৩ ডিগ্রি কমেছে। যদিও বছর শেষে এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই।
মনমোহন সিংয়ের প্রয়ানে শোকজ্ঞাপন নমোর
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পরে শোকজ্ঞাপন করলেন নরেন্দ্র মোদী। জানান, সততা ও বিনম্রতা ছিল তাঁর পরিচয়। অসুস্থ অবস্থাতে হুইল চেয়ারে রাজ্যসভায় এসেছিলেন।' এছাড়াও বলেন কঠিন সময়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন মনমোহন সিং। দেশের উন্নয়নে মনমোহন সিংয়ের ভূমিকা অবিস্মরণীয় বলেও জানিয়েছেন নমো।
১০ বছর একটাই গাড়ি চড়েছেন মনমোহন
একটানা ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। আর ওই সময়ে তাঁকে একটি মাত্র কালো গাড়িতেই চড়তে দেখা যেত। প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং যে গাড়িতে চড়তেন, সেটি একটি বিএমডব্লিউ গাড়ি। বাসভবন থেকে সংসদ, ওই গাড়িতেই যাতায়াত করতেন তিনি। এটি ছিল BMW 7-সিরিজ গাড়ি। এই গাড়িটিই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও ব্যবহার করতেন। এই গাড়ির সঙ্গে মনমোহনের বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল।
মুম্বই থেকে গ্রেফতার ১৭ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী
মুম্বইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ১৭ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। তাদের থেকে কোন বৈধ নথি পাওয়া যায়নি বলেও জানা গিয়েছে। সম্প্রতি ভারতের একাধিক রাজ্য থেকে গ্রেফতার হয়েছে বিপুল সংখ্যক বাংলাদেশী। তারপর থেকে সমস্ত রাজ্য প্রশাসনের তরফেই শুরু হয়েছে তল্লাশি প্রক্রিয়া। এমনকি সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিতেও সেনাবাহিনীর তরফে চলছে কড়া প্রহরা।
এবার চিড়িয়াখানার সামনে শপিং মল
আলিপুর চিড়িয়াখানার উল্টো দিকে রাজ্য সরকার এ বার শপিং মল তৈরি করবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘এই জমিতে চিড়িয়াখানার অ্যাকোরিয়াম ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পশু–চিকিৎসা কেন্দ্র ছিল। ওই পশু–চিকিৎসা কেন্দ্র চিড়িয়াখানার মধ্যে চলে যাবে। শপিং মল হলেও অ্যাকোরিয়ামটি ওখানেই থাকবে।’ জানিয়েছেন, আলিপুর জেল মিউজিয়ামের উল্টো দিকেও মল তৈরি হচ্ছে।
২০২৫ সালে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান? খেয়াল রাখুন ৩ বিষয়
ফান্ডের পারফরম্যান্স- কোনও ফান্ডে বিনিয়োগ করার সময় তা আগে কীরকম পারফর্ম করেছে, কত রিটার্ন দিয়েছে, তা যাচাই করে দেখা দরকার।
এক্সপেন্স রেশিও- বিনিয়োগ ম্যানেজ করার জন্য মিউচুয়াল ফান্ডের তরফে যে ফি নেওয়া হয়, তা এক্সপেন্স রেশিও। যত কম এক্সপেন্স রেশিও হয়, ততই বেশি রিটার্ন।
ফান্ড ম্যানেজার ট্রাক- কীভাবে আপনি ফান্ড ম্যানেজ করবেন, তার উপরও ফান্ডের পারফরম্যান্স নির্ভর করে। তাই ফান্ড ম্যানেজ করাও দরকার।
আজকের ট্রেন্ডিং স্টক
ডঃ রেড্ডিস ল্যাব, টাইটান কোম্পানি, অ্যাপোলো হসপিটাল, নেসলে, আইসিআইসিআই ব্যাঙ্ক।
গেইনার্স- আদানি পোর্ট, এম অ্যান্ড এম, এসবিআই লাইফ ইনসুরেন্স, শ্রীরাম ফাইনান্স, মারুতি সুজুকি।
লুজার্স- এশিয়ান পেইন্টস, টাইটান কোম্পানি, জেএসডবলু স্টিল, গ্রাসিম, নেসলে।
IND vs AUS: শতরান করে সর্বকালীন রেকর্ড স্মিথের
মেলবোর্নে ভারতের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে শতরান করেন স্টিভ স্মিথ। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে সব থেকে বেশি শতরান করার সর্বকালীন রেকর্ড গড়লেন তিনি। ভারতের বিরুদ্ধে টেস্টে স্মিথের এটি ১১ নম্বর সেঞ্চুরি। তিনি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৪৩টি ইনিংসে ব্যাট করতে নেমে ১১টি সেঞ্চুরি করেন। স্মিথ এক্ষেত্রে জো রুটের রেকর্ড ভেঙে দেন। জো রুট ভারতের বিরুদ্ধে ৫৫টি ইনিংসে ব্যাট করে ১০টি টেস্ট সেঞ্চুরি করেছেন।
অভিষেকের নাম করে তোলাবাজি, ধৃত ৩
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে টাকা চেয়ে ফোন করে ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছে। কলকাতার কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধরা পড়েছে জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক, তাসলিম শেখ নামে তিন জন। প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।
বাংলায় বৃষ্টির পূর্বাভাস
আজ, শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। তালিকায় রয়েছে বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। একইসঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। প্রসঙ্গত, শুক্রবার কলকাতার তাপমাত্রা একধাক্কায় ৩ ডিগ্রি কমেছে। যদিও বছর শেষে এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই।
আজকের বাজারদর (২৯ ডিসেম্বর)
সবজিঃ জ্যোতি আলু- ৪০, চন্দ্রমুখী আলু- ৪৫, পেঁয়াজ- ৬১, বেগুন-৬০ পটল - ৫১, ঢ্যাঁড়শ- ৫০, টমেটো- ৬০, পেঁপে- ৪০, মোচা- ৩০-৩৫ টাকা পিস, লাউ - ৪৫। মাছঃ রুই - ২০০-২৫০(কাটা), কাতলা- ৩০০-৩৫০, পাবদা- ৫০০-৫৬০, ডিম -১৪ টাকা জোড়া, মাংসঃ চিকেন - ২০০-২৪০ (কাটা), মটন - ৮১০-৮৭০ টাকা।
(দাম কলকাতার। জেলা ভিত্তিতে পার্থক্য হতে পারে। দর কেজি প্রতি টাকাতে।)
উত্তরাখণ্ডে বরখাস্ত শিক্ষক
শুক্রবারের নামাজের জন্য পড়ুয়াদের অর্ধ দিবস ছুটি দেওয়ায় বরখাস্ত করা হল এক শিক্ষককে। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের খারাডিতে। একটি সরকারি আন্তঃকলেজের ওই শিক্ষকের নাম তিলক যোশী। কলেজের বিশেষ বিভাগের পড়ুয়াদের শুক্রবার অর্ধ দিবসের জন্য ছুটি ঘোষণা করেছিলেন যাতে তারা নামাজ পড়তে পারেন। ঘটনা প্রকাশ্যে আসতেই বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।
নয়া ঘোষণা পূর্ব রেলের
আজ, ২৮ ডিসেম্বর থেকে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল শাখায় চার জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল। জানা যাচ্ছে, হাওড়া এবং লিলুয়া স্টেশনের মাঝে বেনারস সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে। আর সেজন্য বহু ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। যার জেরে যাত্রীদের দুর্ভোগ চরমে। আর এই যাত্রী হয়রানি আশঙ্কা করে চার জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
আজ সোনা ও রুপোর দাম (২৯ ডিসেম্বর)
পাকা সোনা (১০ গ্রাম) ৭৮,০১০টাকা।
হলমার্ক গহনা (২২ ক্যারেট, ১০ গ্রাম) ৭৩,৪০০ টাকা।
গয়না সোনা (১০ গ্রাম) ৭১, ৫১০ টাকা।
রুপোর বাট (প্রতি কেজি) ৮৮,৭০০ টাকা।
রুপোর খুচরো (প্রতি কেজি) ৮৮,৮০০ টাকা।
[মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা]
আগামী সপ্তাহেই ইস্টবেঙ্গলে পাচ্ছে তালালের পরিবর্তকে
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মরশুম শেষ হয়ে গিয়েছে তালালের। তাঁর বদলি নেওয়ার কাজ শুরু করেছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, আইএসএলে খেলে যাওয়া এক স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে কথা বলছে টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে অস্কারের বক্তব্য, 'পরের সপ্তাহেই তালালের পরিবর্তের নাম ঘোষণা হয়ে যাবে আশা করছি। সেই পরিবর্ত আমার কোনও প্রাক্তন ছাত্র হতে পারে, আবার অন্য কোনও ফুটবলারও হতে পারে।'
হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ইউনূসের কমিশন
দেড় দশকের পুরনো পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের কাজ শুরু করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের নিযুক্ত কমিশন। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকায় বিডিআর সদর দফতর পিলখানায় আধাসেনার বিদ্রোহে ৭৪ জন নিহত হয়েছিলেন। ঘটনায় শেখ হাসিনা এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন উন আহমেদ-সহ ৫৮ জনের বিরুদ্ধে ১৯ ডিসেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়।
প্রিপেইড কার্ড হোল্ডারদের বড় উপহার দিল RBI
প্রিপেইড কার্ড হোল্ডারদের বড় উপহার দিল RBI। রিজার্ভ ব্যাঙ্ক থার্ড পার্টি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে UPI পেমেন্ট করার ও গ্রহণ করার অনুমতি দিয়েছে। এর জেরে মেট্রো রেল কার্ড, ডিজিটাল ওয়ালেটের মতো প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট (PPI) যাঁরা ব্যবহার করেন তাঁদের সুবিধা হবে। পেমেন্টের পদ্ধতি এবার আরও অনেকখানি সহজ হল এর জেরে।
অভিষেকের নামে পাঁচ লাখ তোলা! রিপোর্ট তলব স্পিকারের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগে বৃহস্পতিবার এমএলএ হস্টেল থেকে তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনায় এমএলএ হস্টেলের সুপারের কাছে রিপোর্ট তলব করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, গোটা ঘটনায় পুলিশের কাছেও রিপোর্ট তলব করা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃত তিন জন এমএলএ হস্টেলের যে ঘরে ছিলেন, সেই ঘরটি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনের নামে বুক করা ছিল।
ভারতের আর্থিক সংস্কারকের মৃত্যুর পরই টাকার দামে রেকর্ড পতন
ভারতের আর্থিক সংস্কারের জনক মনমোহন সিংয়ের মৃত্যুর পরই ভারতীয় অর্থনীতির জন্য খারাপ খবর। আজ শুক্রবার ভারতীয় মুদ্রা মার্কিন ডলারের তুলনায় রেকর্ড সর্বনিম্ন ৮৫.৮১-তে নেমে আসে, যা দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি এক দিনের পতন। এই পতন ডলারের তুলনায় বার্ষিক ক্ষতির টানা ৭ বছরের জন্য ভারতীয় মুদ্রাকে পিছিয়ে রাখে এবং দুই বছরের মধ্যে এটি সবচেয়ে বেশি মাসিক পতন। ১৯ ডিসেম্বর প্রথম ডলারের তুলনায় রুপি ৮৫ ছুঁয়েছিল।
ইউটিউবে এবার আসছে 'প্লে সামথিং' বটন
ইউটিউবে এবার আসতে চলেছে 'প্লে সামথিং' বটন। মোবাইল অ্য়াপেই আসতে চলেছে এই নতুন ফিচারটি। কী সুবিধা হবে এর জন্য? এই বটনে চাপ দিলে ইউটিউবে নির্বাচিত কিছু ভিডিও দেখতে পাবেন আপনি। অবশ্য়ই সেই নির্বাচনটি হবে আপনার পছন্দের কথা মাথায় রেখে। ভিডিও প্লেয়ারটিকে ইউটিউব শর্টসের মতোই দেখতে হবে। এতে লাইক ডিসলাইক শেয়ার ও কমেন্টের অপশনও থাকবে। তবে আপাতত ডেস্কটপ বা ল্যাপটপে এই ফিচারটি থাকছে না।
শেয়ার বাজারে শোরগোল ফেলে দিল মমতা মেশিনারি
শেয়ার বাজারে প্রবেশের প্রথম দিনেই শোরগোল ফেলে দিল প্লাস্টিকের ব্যাগ ও পাউচ তৈরির মেশিন প্রস্তুতকারী সংস্থা মমতা মেশিনারি। প্রথম দিনেই পয়সা আড়াই গুণ বেড়ে গেল বিনিয়োগকারীদের। জানা গিয়েছে, আইপিও-র অধীনে ২৪৩ টাকায় শেয়ার ইস্য়ু করা হয়েছিল। যা বিএসই ও এনএসই-তে ৬০০ টাকায় এন্ট্রি নিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিরাট লাভ পেয়েছেন। জানা গিয়েছে, ১৫৯.২৪% লাভ পেয়েছেন তাঁরা।
১১ জানুয়ারির ডার্বি ঘিরে জটিলতা, মোহনবাগানকে চিঠি
ফের ইস্টবেঙ্গল-মোহনবাগান বড় ম্যাচ ঘিরে অনিশ্চয়তা। ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ডার্বি হওয়া নিয়ে আশঙ্কার মেঘ। গঙ্গাসাগর মেলায় ব্যস্ত থাকবে পুলিশ। ১১ জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে পারবে না বিধাননগর পুলিশ কমিশনারেট। আয়োজক মোহনবাগানকে চিঠি দিয়ে জানিয়ে দিল বিধাননগর পুলিশ কমিশনারেট। সেক্ষেত্রে ম্যাচের তারিখ বা ভেন্যু বদল হতে পারে।
পাকিস্তান বর্ডারের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবানি
আফগানিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল পাকিস্তান। এবার তার বদলা নিতে চায় তালিবান? জানা গিয়েছে, পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে ১৫ হাজার তালিবান সেনা। যে কোনও মুহূর্তে হামলা চালাতে প্রস্তুত তাঁরা। এক সময় এই পাকিস্তানের দেওয়ার খাবারেই পরিপুষ্ট হয়েছে তালিবানিরা। কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক তিক্ততার রূপ নিয়েছে। আর তাই দুই দেশ এখন দুই দেশের প্রতি অস্ত্র শানাতে প্রস্তুত।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url