এবিপি পত্রিকা (06-10-24) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ
এবিপি পত্রিকা (06-10-24) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ
এবিপি পত্রিকা (06-10-24) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আজকের খবর, ২৪ ঘন্টা আজকের খবর, বাংলা খবর ২৪ঘন্টা, আজকের তাজা খবর, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দিঘা-জেলার খবর, কলকাতার খবর- পশ্চিমবঙ্গের খবর (West Bengal News), বাংলা খবর (Bangla News), রাজ্যের লেটেস্ট নিউজ (Latest Bengali News), রাজ্য রাজনীতিতে কী চলছে? মমতা-অভিষেকের সঙ্গে শুভেন্দুর আকচাআকচি, আবহাওয়ার প্রত্যেক দিনের খবর অথবা কলকাতার ট্রাফিক আপডেট (Kolkata Traffic Update), নিয়োগ দুর্নীতির খবর (Recruitment Scams) পড়ুন এই সময় ডিজিটালে। কোন মামলার শুনানি চলছে হাইকোর্টে (Calcutta High Court), ঘটনা-দুর্ঘটনা ছাড়াও অনেক কিছু, আপনার নিজের শহরের খবর, আপনার নিজের ব্লকের খবর, আপনার সমস্যার খবর, মন ভালো করা ‘ভালো খবর’, অফিস পৌঁছনোর বাস-ট্রেনের খবর থেকে ফেরির খবর, নেতা-মন্ত্রীর হাঁড়ির খবর জানতে পারবেন এই সময় ডিজিটালে।
ধর্ষণের অভিযোগ, উত্তেজনা নিউ টাউনে
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নিউ টাউনের যাত্রাগাছি অঞ্চলে। শুক্রবার রাতের ঘটনা। পুলিশ সূত্রের খবর, দু'টি পাড়ার মধ্যে গোলমাল বাধে। এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশকেও ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। নাবালিকার পরিবারের অভিযোগ, যাত্রাগাছি এলাকায় ওই ঘটনা ঘটে। আটক ব্যক্তি নাবালিকার সম্পর্কে কাকা বলে স্থানীয়দের দাবি।
১৪ ঘণ্টা অতিক্রান্ত,ধর্মতলায় অবস্থান চলছে জুনিয়র ডাক্তারদের
রাত পেরিয়ে সকাল। ১৪ ঘন্টা হয়ে গিয়েছে। ধর্মতলায় অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। শুক্রবারই এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করেন তাঁরা। তার পর নিজেদের ১০ দফা দাবিকে সামনে রেখে জুনিয়র ডাক্তারেরা রাজ্য সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত ১০ দাবি নিয়ে আগেও একাধিক বার সরব হয়েছেন জুনিয়র ডাক্তারেরা।
অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি, গ্রেফতার ৪
প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ইটবৃষ্টি, বোমাবাজি, 'গুলি'। ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। পুজোর মুখে গতকাল জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিংয়ের বাড়ির সামনে প্রথমে ইটবৃষ্টি, বোমাবাজি হয়। পরে গুলিও চালানো হয় বলে প্রাক্তন সাংসদের অভিযোগ। এই ঘটনায় তিনি আঙুল তুলেছিলেন স্থানীয় তৃণমূল নেতা নমিত সিংয়ের দিকে।
সপ্তাহান্তেও ভোগাবে বৃষ্টি? ঠাকুর দেখা কি মাটি হবে
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস একটু হলেও উদ্বেগে রেখেছে বঙ্গবাসীকে। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে আজ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হতে পারে ভারী বৃষ্টি। তার পর বৃষ্টির পরিমাণ কমলেও পুরোপুরি রেহাই মিলবে না। আজ উত্তরের আট জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতও হতে পারে। সে কারণে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
সুপারস্টার রজনীকান্তের শেষ আপডেট
অভিনেতা সুপারস্টার রজনীকান্তের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত সকলেই। কারণ, ২০২০ সালের শুরুতে রজনীকান্তকে রক্তচাপ বেড়ে যাওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁকে বিশ্রামের পরামর্শও দেন চিকিৎসকেরা। তাই রজনীকান্তের ভক্ত এবং ঘনিষ্ঠরা তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত। ভক্তেরা এবার তাঁর শরীরের অবস্থা নিয়ে শেষ আপডেট পেলেন। আচমকা যে মৃত্যুভয় পেয়েছিলেন তাঁরা, সে সব আর কিছু নেই। ভালো আছেন তিনি।
বাংলাদেশকে বার্তা দিল ভারত
উৎসবের মরশুমেও অশান্তি থামছে না বাংলাদেশে। যার জেরে দুর্গাপুজোর প্রাক্কালে আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার হিন্দুরা। আর এই আবহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে বার্তা দিল কেন্দ্র। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতি দিয়ে বলেন, বাং'লাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা বার বার বার্তা দিয়েছি। দুর্গাপুজোর সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা ভালো হবে না।'
আসছে অ্যানিমেশনে 'হনুমান-এর পঞ্চম সিজন
আলোর উৎসব দীপাবলি। কথিত, শ্রী রামচন্দ্রের লঙ্কা জয়ের উদযাপন উপলক্ষে অযোধ্যা প্রদীপের আলোয় সেজেছিল। সেই রীতি মেনে আজও দীপাবলিতে সেজে ওঠে সারা দেশ। আবার এ-ও শোনা যায়, অশুভের বিনাশ করে শুভশক্তির জয় প্রকাশেই এই আলোর উৎসবের আয়োজন। সেই জায়গা থেকে অক্টোবরের ২৫ তারিখ ডিজনি হটস্টারে শুরু হতে চলেছে অ্যানিমেশন সিরিজ 'হনুমান-এর পঞ্চম সিজন।
একাধিক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আজ, শনিবারও তিনি রাজ্যের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন। আজ বিকেল ৪টা নাগাদ মুখ্যমন্ত্রী চেতলার পুজো উদ্বোধন করবেন। সেখানে প্রায় এক ঘণ্টা থাকার কথা রয়েছে তাঁর। এর পর একে একে কালীঘাট সঙ্ঘশ্রী, ৬৪ পল্লী, পদ্মপুকুর, ভবানীপুর ৭৬ পল্লী-সহ আরও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন মমতা।
জয়নগরের মহিষমারি এলাকায় নাবালিকাকে ধর্ষণ করে খুন
জয়নগরের মহিষমারি এলাকায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে ন’বছরের এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে পুকুর থেকে ওই শিশুর দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার শিশুর পরিবারের অভিযোগকে গুরুত্ব দেয়নি পুলিশ।
আজ, শনিবার সকালে ক্ষিপ্ত জনতা থানায় ঢুকে ভাঙচুর চালায়। পাশাপাশি পুলিশকেও মারধর করে। এলাকা জুড়ে রয়েছে উত্তেজনা।
আজ নজরে...
• কর্মবিরতি তোলার পর ধর্মতলায় ধর্না, সরকার কি সাড়া দেবে দাবিতে।
• হরিয়ানায় বিধানসভা ভোট, ফের বিজেপি না কি কংগ্রেস।
• জম্মু-কাশ্মীর ও হরিয়ানার বুথফেরত সমীক্ষার ফল।
• একাধিক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
• সপ্তাহান্তেও ভোগাবে বৃষ্টি? ঠাকুর দেখা কি মাটি হবে।
• আইএসএলে মোহনবাগান, মহমেডান, ইস্টবেঙ্গলের ম্যাচ।
• মহিলাদের টি২০ বিশ্বকাপে আজ অভিযান শুরু অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের।
সন্দীপের আইনজীবীর বড় দাবি
শিয়ালদা আদালতে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে সব অভিযোগই জামিনযোগ্য। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীও একই দাবি করেছেন। ওসি আদালতে বলেন, 'আমি টালা থানার ওসি ছিলাম। কিন্তু সেখানে সিসিটিভি নষ্টের কোনও অভিযোগ তো নেই।' খবর মিলেছে জোরালো সওয়াল করতে পারেনি সিবিআই। শুধু প্রভাব খাটানোর কথা বলে। শেষে সিবিআই তাদের ১৪ দিন জেল হেফাজত চায়।
হরিয়ানায় বিধানসভা ভোট, ফের বিজেপি না কি কংগ্রেস
হরিয়ানায় আজ বিধানসভা নির্বাচন। এক দফাতেই ভোট হবে ৯০টি বিধানসভা কেন্দ্রে। মূল লড়াই গত এক দশকের শাসকদল বিজেপি এবং তার আগের এক দশকের শাসক কংগ্রেসের মধ্যে। দু’কোটি ভোটার ভাগ্য নির্ধারণ করবেন ১ হাজার ৩১ জন প্রার্থীর। নজর থাকবে আজ এই খবরের দিকে।
মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন সুকান্ত
মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। জয়নগরের মহিষমারি এলাকায় ন'বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। তারপরেই প্রতিক্রিয়া জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। জানিয়েছেন রাজ্য প্রশাসন মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ও চূড়ান্ত ভাবে ব্যর্থ। তিনি পরিস্থিতি কোনও মতেই সামলাতে পারছে না বলেও জানিয়েছেন।
বিরিয়ানিতে ক্ষতিকর কেমিক্যাল, কোন্নগরে দোকান সিল পুরসভার
বিরিয়ানিতে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর অভিযোগে কোন্নগরের একটি দোকান সিল করে দিলেন পুরকর্তারা। হুগলির কোন্নগরের স্টেশন রোডে দোকানটি রয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুজো মরশুমে ফাস্টফুডের দোকানে ব্যাপক ভিড় হয়। সেই কথা মাথায় রেখেই খাবারের গুণগত মান যাচাইয়ের কাজ শুরু করা হয়েছিল। ওই দোকানে গিয়ে স্বাস্থ্যকর্মীরা দেখতে পান, বিরিয়ানিতে রং গাঢ় করতে শিল্পকাজে ব্যবহৃত রং মেশানো হচ্ছে।
সবজি বাজারে আগুন, পুজোর আগে মাথায় হাত!
পুজোর আগেই বন্যায় বিধ্বস্ত হয়েছে দক্ষিণবঙ্গ। যার প্রভাব পড়েছে সবজির বাজারে। আগুন দামের জেরে মাথায় হাত মধ্যবিত্তের। কাঁচা লঙ্কা বিকোচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা কেজি হিসাবে, বেগুন কেজি প্রতি ১০০ টাকা, ঝিঙের দাম ৫০ থেকে ৬০ টাকা, করোলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কিলোদরে, ছোট আকারের ফুলকপি ৩০ টাকা পিস, ছোট লাউ ডাটা ২০ টাকা, কুঁদরি ৫০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে।
নাবালিকার দেহ সংরক্ষণের দাবি অগ্নিমিত্রার
জয়নগর কাণ্ডে ধর্ষিতার দেহ নিয়ে শুরু হয়ে তৃণমূল-বিজেপি তুলকালাম। এদিন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের সামনেই দেহ সংরক্ষণের দাবি তোলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, 'দেহ সংরক্ষণ করতে হবে। যাতে আরজি করে যা ঘটেছিল তা আর না ঘটতে পারে। এমনটা বারবার কেন হচ্ছে। আপনিও তো মহিলা জনপ্রতিনিধি।' প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। জানা গিয়েছে নির্যাতিতার দেহ সংরক্ষণ করা হবে।
বিরিয়ানিতে ক্ষতিকর কেমিক্যাল, কোন্নগরে দোকান সিল পুরসভার
বিরিয়ানিতে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর অভিযোগে কোন্নগরের একটি দোকান সিল করে দিলেন পুরকর্তারা। হুগলির কোন্নগরের স্টেশন রোডে দোকানটি রয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুজো মরশুমে ফাস্টফুডের দোকানে ব্যাপক ভিড় হয়। সেই কথা মাথায় রেখেই খাবারের গুণগত মান যাচাইয়ের কাজ শুরু করা হয়েছিল। ওই দোকানে গিয়ে স্বাস্থ্যকর্মীরা দেখতে পান, বিরিয়ানিতে রং গাঢ় করতে শিল্পকাজে ব্যবহৃত রং মেশানো হচ্ছে।
IND vs BAN: বাদ শিবম দুবে, দলে এলেন কে?
ভারত-বাংলাদেশ সিরিজ থেকে বাদ পড়লেন শিবম দুবে। পিঠের চোটের জন্য় তিনি আপাতত দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। তাঁর বদলে দলে আনা হয়েছে তিলক বর্মাকে।
ভারতীয় স্কোয়ার্ড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আরশদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব ও তিলক বর্মা
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url