এবিপি পত্রিকা (18-10-24) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ

  এবিপি পত্রিকা (18-10-24) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ


এবিপি পত্রিকা (18-10-24) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আজকের খবর, ২৪ ঘন্টা আজকের খবর, বাংলা খবর ২৪ঘন্টা, আজকের তাজা খবর, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দিঘা-জেলার খবর, কলকাতার খবর- পশ্চিমবঙ্গের খবর (West Bengal News), বাংলা খবর (Bangla News), রাজ্যের লেটেস্ট নিউজ (Latest Bengali News), রাজ্য রাজনীতিতে কী চলছে? মমতা-অভিষেকের সঙ্গে শুভেন্দুর আকচাআকচি, আবহাওয়ার প্রত্যেক দিনের খবর অথবা কলকাতার ট্রাফিক আপডেট (Kolkata Traffic Update), নিয়োগ দুর্নীতির খবর (Recruitment Scams) পড়ুন এই সময় ডিজিটালে। কোন মামলার শুনানি চলছে হাইকোর্টে (Calcutta High Court), ঘটনা-দুর্ঘটনা ছাড়াও অনেক কিছু, আপনার নিজের শহরের খবর, আপনার নিজের ব্লকের খবর, আপনার সমস্যার খবর, মন ভালো করা ‘ভালো খবর’, অফিস পৌঁছনোর বাস-ট্রেনের খবর থেকে ফেরির খবর, নেতা-মন্ত্রীর হাঁড়ির খবর জানতে পারবেন এই সময় ডিজিটালে।

মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন অনিকেত


হাসপাতাল থেকে ছুটি পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইলেন অনিকেত মাহাতো। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের কথায়, 'অনশনকারীরা ধীরে ধীরে অসুস্থ হচ্ছেন। আমি মনে করি, প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। আমাদের ১০ দফা দাবির যৌক্তিকতাকে মেনে অতি দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা উচিত।' প্রসঙ্গত, ১৩ দিনে পা দিল তাঁদের অনশন।

দেবাংশুর অভিযোগ নিয়ে মুখ খুললেন সুবর্ণ


চর্চায় ২০০১ সালে আরজি করের হোস্টেল থেকে চতুর্থ বর্ষের এক ছাত্রের দেহ উদ্ধারের ঘটনা। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ, ওই জুনিয়র ডাক্তারের মৃত্যুর সঙ্গে সরাসরি যোগ ছিল হাসপাতালের এসএফআই সংগঠনের তৎকালীন নেতা সুবর্ণ গোস্বামীরও। এনিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবার বললেন, 'আরজি করের বর্তমান ঘটনায় শাসকদল বিব্রত। এই অবস্থা থেকে মুক্তি পেতে ওরা যে এই ধরনের কুৎসা  করবে, সেটাই স্বাভাবিক।'

হাসপাতাল থেকে সিভিক তুলে নিল রাজ্য


কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। কোন পথে নিয়োগ, কোন পথে কাজ, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে আরজি কর শুনানিতে কৌতূহল প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এরইমধ্যে এবার কলকাতার সব মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে সিভিক ভলান্টিয়ার তুলে নিল রাজ্য প্রশাসন। পরিবর্তে বেসরকারি রক্ষী ও পুলিশ বেশি পরিমাণে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে ছুটি অনিকেতের


আজ, বৃহস্পতিবার আরজি কর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। হাসাপাতালের তরফে জানানো হল, অনশনে থাকার কারণে অনিকেতের শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়ে গিয়েছিল। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তাই অনিকেতকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ চলতে থাকবে। উপোস না করার জন্যও তাঁকে পরামর্শ দিয়েছেন ডাক্তারেরা।

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি


আজ, বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে।  এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে তাঁকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। একইভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে প্রাক্তন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-সহ ৪৫ জনের বিরুদ্ধেও।

৪৬ রানে অলআউট, কী বললেন রোহিত?


আজ, বৃহস্পতিবার বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এরপরই প্রশ্ন ওঠে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে। খেলার শেষে রোহিত স্বীকারও করে নিলেন, তিনি পিচ বুঝতেই পারেননি। ভারত অধিনায়কের কথায়, 'আমিই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার পিচ বুঝতে ভুল হয়েছে। ভেবেছিলাম পাটা উইকেট হবে। ভালো করে পিচ পড়তে পারিনি।'

উপনির্বাচনেও লক্ষ্মীর ভাণ্ডারই 'ব্রহ্মাস্ত্র' TMC-র


উপনির্বাচন নিয়ে স্ট্রাটেজি ঠিক করতে ব্য়স্ত শাসক দল। আরজি কর কাণ্ডের ড্যামেজ কন্ট্রোলে লক্ষ্মীর ভাণ্ডারকেই ব্রহ্মাস্ত্র করছে তৃণমূল। সূত্রের খবর, মেদিনীপুরে পুর এলাকায় নিজেদের ভোট বাড়াতে চায় শাসক দল। তাই গ্রামের বুথে বুথে লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার বাড়ানোর নির্দেশ এসেছে। তালড্যাংরার বুথেও সাংসদ তথা জেলা সভাপতি অরুপ চক্রবর্তী লক্ষ্মী ভাণ্ডারের প্রচারেই জোর দিচ্ছেন। বাকি বিধানসভাগুলিতে কৌশল অন্য।

কার্নিভালে নাচ, মুখ খুললেন ঋতুপর্ণা


পুজোর কার্নিভালে নাচ নিয়ে ট্রোল হয়ে এবার সরব ঋতুপর্ণা সেনগুপ্ত। লেখেন, 'আমাকে ছোট করে কিছু হবে না। নিজের বিবেকের কাছে আমি পরিষ্কার। কার্নিভালে নাচ,মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোলা ছবি ঘিরে এখন নানা কথা। অনুষ্ঠানটার জন্য কলকাতা পুলিশ বডিগার্ড লাইন আবাসিক দুর্গাপুজোর তরফে আমার কাছে আবেদন আসে। সমর্থন করেছি।.. কাজের দিকে আমার নাচের দল তাকিয়ে থাকে। তাদেরও সংসার খরচ বহন করতে হয়। তাই আমাকে যেতে হয়েছে।'

মেট্রোর সামনে ঝাঁপ যাত্রীর, বিঘ্নিত পরিষেবা


আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাট স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিলেন এক যাত্রী। ব্যস্ত সময়ে এই ঘটনার ফলে বিঘ্নিত মেট্রো পরিষেবা। এই ঘটনার জেরে টালিগঞ্জ থেকে ময়দান স্টেশন পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো চলাচল। এর ফলে সমস্যায় পড়েছেন অফিস ফেরত যাত্রীরা। এখন দক্ষিণে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। অন্যদিকে, ময়দান স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে ট্রেন।

পন্থের চোট, কী জানালেন রোহিত?


আজ, বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা চলাকালীন হাঁটুতে চোট পান ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ। যে পায়ে তাঁর অস্ত্রোপচার হয়েছিল, এদিন সেই পায়েই বল এসে লাগে। খেলার শেষে এমনটাই বললেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, 'এটা দুর্ভাগ্যের। ওর হাঁটু ফুলে রয়েছে। ওই জায়গার পেশি খুব নমনীয় হয়। যেহেতু ওই পায়ে পন্থের চোট ছিল, তাই ও নিজেও ঝুঁকি নিতে চায়নি। সেই কারণেই পন্থ মাঠ ছেড়ে উঠে যায়।'

মামলা লড়তে এফডি ভাঙতে চেয়ে আবেদন সন্দীপের


মামলা লড়ার টাকাও নেই হাতে। আইনজীবীর ফিজ দিতে হিমশিম অবস্থা হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের! আর তাই ব্যাঙ্কে নিজের এফডি ভেঙে ২০ লক্ষ টাকা তুলতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। আগামীকাল, শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, ছেলেদের পড়াশোনা এবং আইনজীবীর টাকা মেটানোর জন্য তাঁর অর্থের প্রয়োজন।

পার্থের জামিন মামলায় ইডির কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট


রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় এ বার ইডির কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জল ভূয়ানের বেঞ্চ কেন্দ্রীয় এজেন্সির কাছে হলফনামা চায়। এক সপ্তাহ পরে শীর্ষ আদালতে এই মামলার শুনানি রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল ইডি। যদিও ইডির আইনজীবী জামিনের বিরোধীতা করে জানিয়েছেন এটি বড় দুর্নীতির মামলা।

অসমে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্য়ুত ৮টি বগি


অসমের মালেগাঁওয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। জানা গিয়েছে লাইনচ্যুত হয়েছে আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের ইঞ্জিন-সহ ৮টি বগি। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি। খবর অনুযায়ী, ইতিমধ্যেই মেডিক্যাল টিম ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। উদ্ধারকার্য চলছে। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কী কারণে এই দুর্ঘটনা ঘটল রেলের তরফে তা এখনও জানানো হয়নি।

ডাক্তারদের আন্দোলন নিয়ে কর্মীদের সতর্ক করল বিজেপি


জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিজেপির একাংশ সোশ্যাল মিডিয়ায় এখনও নানা ভাবা খোঁচা দিচ্ছেন। কিন্তু দল এটা কোনওভাবেই ভালো চোখে দেখছে না। জানা যাচ্ছে, দলের যে অংশ সামাজিক মাধ্যমে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করছে তাদের বিরুদ্ধে এবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে বিজেপি। কারণ এভাবে আক্রমণ করলে কার্যত সরকার বিরোধী শক্তিকেই খাটো করা হবে। সেকারণে অত্যন্ত সতর্ক হয়ে পা ফেলতে চাইছে বিজেপি।

IND vs NZ: চিন্নস্বামীতে দিন শেষে চাপে ভারত


দিনের শেষে ভারতের থেকে ১৩৪ রানে এগিয়ে রইল নিউজিল্য়ান্ড। ৯১ রানের মাথায় এদিন শেষ পর্যন্ত ডেভন কনওয়েকে ফিরিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। এর আগে অধিনায়ক টম লেথামকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন কুলদীপ যাদব। দ্বিতীয় উইকেটটি নেন রবীন্দ্র জাদেজা। ৩৩ রানে তিনি ফেরান ইয়ংকে। দিনের শুরুতেই ব্যাটিং ধ্বসের সামনে পড়েছিল রোহিত শর্মার ভারত। তারা অলআউট হয়ে যায় মাত্র ৪৬ রানে।
স্কোর:
ভারত:৪৬-১০
নিউজিল্যান্ড:১৮০-৩

ছত্তিশগড়ে 4% ডিএ বাড়ল


কেন্দ্রের ডিএ বৃদ্ধির দিনই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বাড়িয়ে দিল ছত্তিশগড় সরকার। এই বৃদ্ধির ফলে সে রাজ্যের সরকারি কর্মীরা ৪৬ শতাংশের পরিবর্তে এবার ৫০ শতাংশ ডিএ পাবেন। এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধিকে রাজ্য সরকারি কর্মচারীদের দীপাবলির উপহার বলে জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও। এই খবর পাওয়ামাত্রই বাংলার বকেয়া ডিএ বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা।

কৃষ্ণনগরের তরুণীর দেহের ময়নাতদন্ত শেষে বড় দাবি!


জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কৃষ্ণনগরের তরুণীর। ঘটনায় প্রাথমিক তদন্তের পর এমনটাই জানালেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। আজ, বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে তরুণীর দেহের ময়নাতদন্ত। তার প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, তরুণীকে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে তরুণী নিজেই নিজের গায়ে আগুন ধরিয়েছিলেন না কি অন্য কেউ তাঁর দেহে আগুন ধরান সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি চিকিৎসকরা।

সলমনের বাড়িতে গুলিকাণ্ডে গ্রেফতার শুটার


বলি অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলিকাণ্ডে গ্রেফতার আরও এক। এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শুটার সুখাইকে হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করল নভি মুম্বই পুলিশ। বৃহস্পতিবার তাঁকে নবি মুম্বইয়ে আনার পর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, চলতি বছর এপ্রিল মাসে সলমন খানের বান্দ্রার বাড়ির সামনে গুলি চালানো হয়েছিল।

দুরপাল্লার ট্রেনের নিয়মে এবার বড় বদল


দুরপাল্লার ট্রেনের নিয়মে এবার বড় বদল। আর চার মাস আগে থেকে বুক করতে পারবেন না টিকিট। ২ মাস আগেই খোলা হবে উইন্ডো। তাই এখন অগ্রিম বুকিং আর দু মাসের আগে করতে পারবেন না। আগামী ১ নভেম্বর থেকে চালু হবে এই নতুন নিয়ম। পরিষেবা আরও ভালো করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। রেলের তরফ থেকে বৃহস্পতিবার একটি আধিকারিক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

শুরু হয়ে গেল TMC-র দেওয়াল লিখন


সামনেই উপনির্বাচন বাঁকুড়ার তালডাংরায়। আরজি কর আবহে একদিকে যখন এই নির্বাচনকে লিটমাস টেস্ট বলে মনে করছেন অনেকেই তখন পরীক্ষার আগে আদা জল খেয়ে মাঠে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণা না হলেও শুরু হয়ে গেল দেওয়াল লিখন। মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় এদিন দেওয়াল লিখন করেন। জোৎস্না জানান, 'আমরা ৩৬৫ দিনই রেডি পার্টির জন্য। সে প্রার্থী যে কেউ হন।'

কুন্তল ঘোষকে জামিন দিল না সুপ্রিম কোর্ট


নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কুন্তল ঘোষের জামিন নিয়ে এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। কুন্তলকে আবার হাই কোর্টে আবেদন করতে বলেছে শীর্ষ আদালত।বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ বৃহস্পতিবার জানায়, কুন্তলকে হাই কোর্টে আবেদন করতে হবে।উচ্চ আদালতের কাছে ওই মামলাটি নিয়মিত শুনানি করে সিদ্ধান্ত নেওয়ারও বার্তা দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ।

কৃষ্ণনগর কাণ্ডে ধৃত প্রেমিকের ৭ দিনের পুলিশি হেফাজত


কৃষ্ণনগরে তরুণীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় প্রেমিক রাহুল বসুকে গ্রেফতার করে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি আরও বলেন, এই ঘটনায় ধৃত প্রেমিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছেন। এছাড়াও সিআইডি ডিআইজিও এসেছেন। তদন্তে তাদের সাহায্য নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি


আজ, বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে। এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে তাঁকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। একইভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে প্রাক্তন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-সহ ৪৫ জনের বিরুদ্ধেও।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url