এবিপি পত্রিকা (07-10-24) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ

 


এবিপি পত্রিকা (07-10-24) আজকের খবর | 24 ঘন্টা | আজকের ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আজকের খবর, ২৪ ঘন্টা আজকের খবর, বাংলা খবর ২৪ঘন্টা, আজকের তাজা খবর, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দিঘা-জেলার খবর, কলকাতার খবর- পশ্চিমবঙ্গের খবর (West Bengal News), বাংলা খবর (Bangla News), রাজ্যের লেটেস্ট নিউজ (Latest Bengali News), রাজ্য রাজনীতিতে কী চলছে? মমতা-অভিষেকের সঙ্গে শুভেন্দুর আকচাআকচি, আবহাওয়ার প্রত্যেক দিনের খবর অথবা কলকাতার ট্রাফিক আপডেট (Kolkata Traffic Update), নিয়োগ দুর্নীতির খবর (Recruitment Scams) পড়ুন এই সময় ডিজিটালে। কোন মামলার শুনানি চলছে হাইকোর্টে (Calcutta High Court), ঘটনা-দুর্ঘটনা ছাড়াও অনেক কিছু, আপনার নিজের শহরের খবর, আপনার নিজের ব্লকের খবর, আপনার সমস্যার খবর, মন ভালো করা ‘ভালো খবর’, অফিস পৌঁছনোর বাস-ট্রেনের খবর থেকে ফেরির খবর, নেতা-মন্ত্রীর হাঁড়ির খবর জানতে পারবেন এই সময় ডিজিটালে।

উচ্চ প্রাথমিকের শূন্যপদে বিভ্রান্তি, বাতিল বহু স্কুল

পাঁচ বছর পর স্কুল সার্ভিস কমিশন ১৪,৩৩৯টি শূন্যপদের তালিকা প্রকাশ করার পর বহু স্কুলেই পড়াশোনা চালানো নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। কারণ, শিক্ষকদের শূন্যপদ পূরণের জন্য বহু স্কুলের নাম গত বার প্যানেলে থাকলেও এবার অজ্ঞাত কারণে তালিকা থেকে বাদ পড়েছে। বিকাশ ভবন সূত্রে খবর, চাকরিপ্রার্থীদের কাছ থেকে এরকম জানা মাত্রই এসএসসি-র তরফে স্কুলশিক্ষা কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে।

নতুন প্যানেলে কেন নেই আগের তালিকার স্কুলগুলি?

১৪,৩৩৯টি শূন্যপদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। কিন্তু কোন স্কুল গুলির শূন্যপদ পূরণে শিক্ষক নিয়োগ হবে সেই তালিকা আচমকাই বদলে গিয়েছে। তার কারণ নিয়ে স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকরা বলছেন, গতবার শূন্যপদের তালিকায় ৯০০টি স্কুলের ঠিকানা ও ক্যাটিগরিতে ভুল ছিল। তা সংশোধন করতে গিয়ে বিদ্যালয় পরিদর্শকরা ঠিকানা এক রেখে স্কুলের নাম বদলে ফেলে থাকতে পারেন। তার জেরেই এই বিপত্তি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্ত্রী-কে সঙ্গে নিয়ে ভারত সফরে মুইজ্জু 

এবছরে দ্বিতীয়বার ভারতে এলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে এবার স্ত্রীকে নিয়ে তিনি নয়াদিল্লিতে পৌঁছলেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানে এসেছিলেন তিনি। মুইজ্জু জানিয়েছেন, ভারতের সঙ্গে সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য। কয়েক মাস আগেও ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল।

জয়নগর: কেন পকসো আইনে মামলা নয়?, প্রশ্ন আদালতের

জয়নগরকাণ্ডে কেন পকসো আইনে মামলা হয়নি? তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অভিযুক্তর যার ওপর অত্যাচার চালিয়ে সে নাবালিকা তাহলে কেন পকসো আইনে মামলা হবে না এই প্রশ্ন তুলল হাইকোর্ট। পুলিশের সাফাই ছিল, 'ময়নাতদন্তের পর যদি কোনও যৌন হেনস্থার চিহ্ন মেলে তাহলে পকসো ধারা যুক্ত করা হবে।' এই সাফাই যে ঠিক নয় তা জানাল আদালত। বিচারপতি আরও বলেন,'বাবা-মা চাইলে ময়নাতদন্তের ভিডিও দেখতে পারবেন।'

জয়নগরকাণ্ডে তিন মাসের মধ্যে ফাঁসির সাজা হবে: মমতা

জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তিন মাসের মধ্যে ফাঁসির সাজা হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার আলিপুর পুলিশলাইনের পুজো উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, 'জয়নগরের ঘটনায় তিন মাসের মধ্যে ফাঁসির সাজা হবে। বাংলায় কারও পরিবারে কিছু হয়ে গেলে সেটা অবশ্যই দুখেঃর। তবে বাংলায় কিছু ঘটলেই সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে, অন্য কোথাও হলে সবাই মুখে লিউকোপ্লাস্টার দিয়ে রাখেন।'

জয়নগরের নির্যাতিতার ময়নাতদন্ত হবে AIIMS-এ, HIGH COURT

জয়নগরের ঘটনায় এবার বড় ধাক্কা খেল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দফতরের অধীনে থাকা কোনও হাসপাতালে ময়নাতদন্ত না করে এবার কল্যানী এইমসে দেহ নিয়ে যাওয়ার নির্দেশ দিল আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশ এইমসে নিয়ে যেতে হবে নাবালিকার দেহ। প্রসঙ্গত, কল্যানী এইমসে পরিকাঠামো না থাকলে জেএনএম হাসপাতালে করা যাবে ময়নাতদন্ত। তবে সেক্ষেত্রেও এইমস-এর চিকিৎসকরাই ময়নাতদন্ত করবেন।

এক ঝলকে দুপুরের খবরগুলি

•কুলতলিতে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের, উত্তেজনা

•বীরভূমে চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ

•উত্তর দিনাজপুরের ডালখোলায় অবৈধ গ্যাস কাটার সহ ধৃত ৫

•লেবাননে ফরাসি কোম্পানির উপর আক্রমণ করল ইজরায়েল

•২০ বছর পর আজ থেকে আবার খুলে যাচ্ছে গ্লোব সিনেমা হল

রাজ্যে পুজোর মধ্যে তুমুল বৃষ্টি

পুজোর আগে শেষ রবিবার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রবিবার, দক্ষিণবঙ্গে কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টিপাত হবে। আজ বজ্রবিদ্যুৎসহ

ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে।

উচ্চ প্রাথমিকের শূন্যপদে বিভ্রান্তি, বাতিল বহু স্কুল

পাঁচ বছর পর স্কুল সার্ভিস কমিশন ১৪,৩৩৯টি শূন্যপদের তালিকা প্রকাশ করার পর বহু স্কুলেই পড়াশোনা চালানো নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। কারণ, শিক্ষকদের শূন্যপদ পূরণের জন্য বহু স্কুলের নাম গত বার প্যানেলে থাকলেও এবার অজ্ঞাত কারণে তালিকা থেকে বাদ পড়েছে। বিকাশ ভবন সূত্রে খবর, চাকরিপ্রার্থীদের কাছ থেকে এরকম জানা মাত্রই এসএসসি-র তরফে স্কুলশিক্ষা কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে।

দুরন্ত বোলিংয়ে পাক শিবির ধ্বস নামাল ভারত

ভারতের বিধ্বংসী বোলিংয়ে উড়ে গেল পাকিস্তান। যার জেরে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ১০৫ রান তুলল পাকিস্তান। সর্বাধিক ৩ টি উইকেট পান অরুন্ধতী রেড্ডি। অন্যদিকে দুটি উইকেট নেন শ্রিয়াঙ্কা পাতিলও। রেনুকা সিং, দীপ্তি শর্মা ও আশা শোভনা একটি করে উইকেট পেয়েছেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন নিদা দার। ভারতের সামনে লক্ষ্য খুব বড় নয়। ১০৬ রান করতে পারবেন হরমনপ্রীত কৌররা? সেটাই দেখার।

তিলোত্তমার আগেও একই কাণ্ড ঘটেছে আরজি করে!

তিলোত্তমার আগেও একাধিক চিকিৎসক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছে আরজি করে। অনেককে উন্মত্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা করা হয়। এমনটাই বলছে কলেজের তদন্ত কমিটি। আর‌ এই গুরুতর অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরা জড়িত বলে সাক্ষী দিয়েছেন অন্তত ৮০ জন। জুনিয়রদের ড্রাগ ও মদ কিনতে বাধ্য করা হত। ঘটনাচক্রে, সেই অভিযুক্তদের তালিকায় থাকা আশিস পাণ্ডে গ্রেফতার হয়েছেন। এ নিয়ে সিবিআইকে রিপোর্ট দিয়েছে আরজি করের তদন্ত কমিটি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url