Cyclone Dana: ঘূর্ণিঝড়ের সময় শিয়ালদা রুটে লোকাল ট্রেন চলার টাইম টেবিল
Cyclone Dana: ঘূর্ণিঝড়ের সময় শিয়ালদা রুটে লোকাল ট্রেন চলার টাইম টেবিল
ঘূর্ণিঝড় দানা ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ধেয়ে আসছে এর কারণে বিভিন্ন জায়গার ট্রেন বাতিল করা হয়েছে। এবং কলকাতা বিমানবন্দরের কিছু টাইম টেবিল চেঞ্জ করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে শিয়ালদা এবং হাওড়ার রুটে বেশিরভাগই ট্রেন বাতিল করা হয়েছে তার সমস্ত টাইম টেবিল আমরা নিচে দিয়ে দিয়েছি।
ডানা আছড়ে পড়ার সময়, আগে এবং পরে কী করবেন?
ঝড়ের আগে, ঝড়ের সময় এবং পরে নিজেদের সুরক্ষিত রাখতে কী করতে হবে তা নিয়ে সতর্কবার্তা জারি করেছে নবান্ন। সরকারের তরফে প্রকাশিত সতর্কবার্তায় ঝড় শুরু আগের থেকেই আপৎকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী, ওষুধ, খাবার, জল এবং পোশাক হাতের কাছে রাখার কথা জানানো হয়েছে। জানানো হয়েছে, মোবাইল ফোন চার্জ দিয়ে রাখার কথাও।
কোন স্টেশন থেকে শেষ ট্রেন কখন ছাড়বে তার সমস্ত সময় নিচে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে ভোররাতে এই ঝড় আছড়ে পড়বে সমুদ্র উপকূলে কলকাতায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে।
- শিয়ালদহ-নামখানা রুটের শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে।
- নামখানা-শিয়ালদহ রুটের শেষ ট্রেনটি ছাড়বে বিকেল ৫টা ৩৫ মিনিটে।
- শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে।
- লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহের দিকে যাওয়ার শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৪০মিনিটে।
- শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার যেতে হলে শেষ ট্রেন পাওয়া যাবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
- ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহ পৌঁছনোর শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৩২মিনিটে।
- শিয়ালদহ থেকে ক্যানিং যেতে হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শেষ ট্রেন মিলবে।
- ক্যানিং থেকে শিয়ালদহ যাওয়ার শেষ ট্রেন থাকছে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে
- শিয়ালদহ থেকে বারুইপুর যাওয়ার শেষ ট্রেন মিলবে রাত ৮টায়।
- বারুইপুর থেকে শিয়ালদহ যেতে হলে রাত ৮টা ২৫ মিনিটে শেষ ট্রেন পাওয়া যাবে।
- শিয়ালদহ থেকে বজবজ যাওয়ার শেষ ট্রেন বালিগঞ্জ স্টেশন থেকে ছাড়বে রাত ৮টায়।
- বজবজ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ লোকাল ট্রেনের সময় হল রাত ৮টা ৫৩।
- শিয়ালদহ থেকে সোনারপুর যাওয়ার শেষ ট্রেন সন্ধ্যা সাড়ে ৬টায়।
- সোনারপুর থেকে শিয়ালদহের দিকে শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে।
- শিয়ালদহ থেকে হাসনাবাদ যেতে হলে শেষ ট্রেন পাওয়া যাবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
- হাসনাবাদ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে।
নবান্ন হেল্পলাইন নম্বর - ০৩৩-২২১৪৩৫২৬
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। দুর্যোগ মোকাবিলায় তৈরি রাজ্য সরকার। আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে নবান্নের হেল্পলাইন নম্বরও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটি হল - ০৩৩-২২১৪ ৩৫২৬। মুখ্যমন্ত্রী বললেন, সর্বক্ষণ তা চালু থাকবে। ১০৭০ নম্বরও থাকছে পাশাপাশি। এই নম্বরে ফোন করে ঘূর্ণিঝড় সম্পর্কিত প্রকৃত তথ্য জানাতে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
ডানা-হেল্পলাইন: সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করুন
ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুত রাজ্য। এখানে রইল একাধিক প্রয়োজনীয় হেল্পলাইন নম্বর -
• হাওড়া পুরসভা কন্ট্রোল রুম - ৯৪৩২৬১০৪৫৫
• কলকাতা পুরসভা কন্ট্রোল রুম - ২২৮৬১৪১৪
• কলকাতা পুলিশ - ৯৪৩২৬১০৪৫৫
• পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা (ডব্লিউবিএসইডিসিএল) - ৮৯০০৭৯৩৫০৪
• সিইএসসি - ৯৮৩১০৮৩৭০০
• শিয়ালদা স্টেশন - ২৩৫১৬৯৬৭
• হাওড়া স্টেশন - ২৬৪১২৩২৩
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url